মেয়ের বাবা-মা পাত্র দেখতে এসেছেন… পাত্রের মাইনে ভালো, উপরিও আছে, দেখতে শুনতেও ভালো, শুধু সামনের দাঁত দুটো একটু উঁচু আছে, যেটা শুধু হাসলে দেখা যায়, এমনিতে দেখা যায়না।
আদুরে মেয়ে ডলিকে এরকম পাত্রের হাতে দিতে বাঁধছিল নগেন বাবুর। মেয়েটা সারাদিন ইনস্টাতে সেলফি দিচ্ছে, দাঁত উঁচু বর পোষাবে না, বাড়ি মাথায় করবে ????
কিন্তু অপরদিকে মেয়ে বিএ ফেল, এরকম পাত্র আর পাবেন কি?
এমন সময় বোধহয় নগেনবাবুর মনের দোলাচলের খবর পেয়েই মেয়ের মা সুধা তাঁর স্বামীকে কানে কানে বললেন, “যাই বলো, আমার কিন্তু ছেলে খুব পছন্দ হয়েছে। হাসলে একটু দাঁত বেরোয় ঠিকই, কিন্তু বিয়ের পর আমাদের ডলি মা ওকে হাসতেই বা দেবে কতটুকু?“
????????????????????
একটা কৌতুক বলতে পারি…