
টিভি দেখতে লাইসেন্স- আবাসিক ও বানিজ্যিক ফি
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আপনি কি জানেন টিভি দেখতে লাইসেন্স লাগে হ্যাঁ সেটা অবিশ্বাসের কিছু না আমাদের বাংলাদেশী টিভি দেখতে লাইসেন্স লাগে। যখন টিভি অথরিটি বাসা তল্লাশি করতে আসত অনেকেই টিভি লুকিয়ে রাখতেন কেননা তাদের টিভি দেখা লাইসেন্স ছিল না বিষয়টি অনেক হাস্যকর হলেও এই এই আইনটি বলবৎ রয়েছে। ২০০০ সাল থেকে সাল ২০০৪ পর্যন্ত খুব বেশি করাকরি হয়েছে ঢাকার এলাকায়। তবে বর্তমানে ইন্টারনেটের যুগে এটি শিথিল হয়ে গেছে। এই প্রজন্মের অনেকেই জানেনা এক সময় টিভি দেখতে লাইসেন্স লাগতো এবং সেটি খুব কড়াকড়ি ভাবে মানা হতো।
টেলিভিশন লাইসেন্সঃ
টেলিভিশন সেট প্রস্তুত/সংযোজন/আমদানী, ক্রয়-বিক্রয় এবং আবাসিক ও বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত টেলিভিশন সেট লাইসেন্সের আওতাভূক্ত করার লক্ষ্যে ”দ্য ওয়্যারলেস টেলিগ্রাফী অ্যাক্ট, ১৯৩৩” এর অধীনে ”দ্য টেলিভিশন রিসিভিং অ্যাপারেটাস (পজেশন এন্ড লাইসেন্সিং) রুলস, ১৯৭০” প্রণীত হয়েছে। উক্ত রুলস্ এ আবাসিক ভিত্তিতে ব্যবহৃত টেলিভিশন এর জন্য আবাসিক টেলিভিশন লাইসেন্স এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত টেলিভিশন এর জন্য বাণিজ্যিক টেলিভিশন লাইসেন্স গ্রহণ প্রথা বিদ্যমান।
ক) টেলিভিশনের আবাসিক লাইসেন্সঃ
টেলিভিশন ক্রয়ের ক্যাশমেমো/ ইনভয়েস এবং একত্র ০৩ (তিন) বছরের লাইসেন্স ফি জনতা ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে এককালীন আবাসিক লাইসেন্স সংগ্রহ করা যায়। আবাসিক টেলিভিশনের লাইসেন্স ফি নিম্নরুপঃ
১) সাদা-কালো টেলিভিশন
মাসিক ২০০/-
এককালিন ৬০০/-
সারচার্জ মাসিক ১৫/- বাৎসরিক (সবোর্চ্চ) ১৫০/-
২) সাধারণ রঙিন ২১ ইঞ্চি পযর্ন্ত
মাসিক ৫০০/-
এককালীন ১,৫০০/-
সারচার্জ মাসিক ৪০/- বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-
৩)
সাধারণ রঙিন ২২ ইঞ্চি বা তদু্র্ধ্ব
মাসিক ৬০০/-
এককালিন ১,৮০০/-
সারচার্জ মাসিক ৪০/- বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-
৪) LCD/LED ২১ ইঞ্চি পযর্ন্ত
মাসিক ৬০০/-
এককালীন ১,৮০০/-
সারচার্জ মাসিক ৪০/- বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-
৫) LCD/LED ২২ ইঞ্চি হতে ৩৬ পযর্ন্ত
মাসিক ৮০০/-
এককালীন ২,৪০০
সারচার্জ মাসিক ৪০/- বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-
LCD/LED ৩৭ ইঞ্চি বা তদূর্ধ্ব
মাসিক১,০০০/-
এককালীন ৩,০০০/-
সারচার্জ মাসিক ৪০/-বাৎসরিক (সবোর্চ্চ ৩৬০০)
বাণিজ্যিক টেলিভিশন লাইসেন্সঃ