KiHobe Latest Questions

Sarwar Hussain
  • 1

কি হবে পৃথিবীতে আপনি একা মানব হলে?

  • 1
কি হবে পৃথিবীতে আপনি একা মানব হলে?

Leave an answer

You must login to add an answer.

1 Answer

  1. কি হবে পৃথিবীতে আপনি একা মানব হলে 

    পৃথিবীতে যদি আপনি একলা মানব হন অথবা আপনি যদি একা হন তখন আপনি কি করতেন।
    মনে করেন একদিন ঘুম থেকে সকালে উঠে দেখলেন পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই পৃথিবীর কোন আর মানুষই নেই পৃথিবীতে আপনি শুধু থেকে যান এমন প্রশ্ন আপনার মনে হয়তো একবার না একবার কড়া নেড়েছে। যদিও এমন ঘটনা কোনদিন ঘটবে না তবুও কাল্পনিক চিন্তার জন্য আমরা যদি মেনে নেই শুধু আমি একা পৃথিবীতে মানুষ আর কেউ নাই।
    যদিও পৃথিবীতে যদি কোন মানুষ আপনি ছাড়া না থাকে আপনি বুঝতেই পারবেন না যে শুধু আপনি পৃথিবীতে আছেন। কারণ এই বিশাল পৃথিবীতে আপনি পৃথিবীর তুলনায় ক্ষুদ্র বিন্দুমাত্র বরং তার চেয়েও কম। আপনি যে পৃথিবীর একা মানুষ তা নিশ্চিত করতে আপনার কি করা লাগবে আপনার সারা পৃথিবী খুঁজতে হবে। পৃথিবীর তুলনায় আপনি এত ক্ষুদ্র যে সারা পৃথিবী প্রদক্ষিণ করতে আপনি কতটুকু সময় পাবেন না। তাই যেহেতু আপনি সারা পৃথিবী খুঁজতে পারবেন না তাই আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না যে আপনি পৃথিবীতে একাই আছেন। আপনি যদি চিন্তা করেন হঠাৎ পৃথিবীর কে মানুষ ভ্যানিশ হয়ে গেছে তাহলে রাস্তা এবং হাইওয়েতে যেসব গাড়ি চলতেছে এগুলা টক্কর খেয়ে ধ্বংস হয়ে যাবে।
    মানুষ বিহীন এই পৃথিবীতে আপনার বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন হবে খাবার আর এই খাবার আপনি সহজেই পেয়ে যাবেন পৃথিবীর সব স্টোরগুলোতে, এখানে মজার ব্যাপার কি জানেন তখন আপনার খাবার খেতে কোন টাকা দেওয়া লাগবে না। এক টাকার কথা আসতেই মনে পড়ল পৃথিবীতে মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর এই টাকার মূল্য আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে। তখন আপনার বেঁচে থাকার জন্য কি করতে হবে যতটা সম্ভব যে সবগুলোতে শুকনো খাবার পাওয়া যায় এগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। খাবারে কোথায় জন্যই বললাম কিছু কিছু খাবার সময় অতিক্রম সাদা করার সাথে সাথেই নষ্ট হয়ে যায় এর সাথে সাথে আপনাকে নির্দিষ্ট খাদ্য পানীয় সংগ্রহ করে রাখতে হবে। খাবার এবং পানি সংরক্ষণের পর আপনার বাসস্থানের জন্য আপনি একটি জায়গা একটি সংরক্ষিত জায়গা খুঁজতে হবে। বাসস্থানের কোথায় জন্য বললাম যে মানুষ ভ্যানিশ হয়ে যাবার সাথে সাথেই যত বড় বড় বাধ ও জলপ্রপাত আছে এগুলো ভেঙে যাবে এবং সব নিচু জায়গা তলিয়ে যাবে এবং বন্যপ্রাণী গুলো যেখানে সেখানে খাবার জন্য ঘোরাফেরা করবে। তাই আপনাকে নিরাপদ থাকতে হলে আপনি উচু বিল্ডিং এ থাকতে হবে। খাবার শেষ হওয়ার আগেই আপনাকে চাষাবাদ শিখতে হবে। এবং এর সাথে সাথে আপনাকে বেয়ার গলিসের মতো স্বীকার করা শিখে নিতে হবে।
    মানুষ উদাও হয়ে যাওয়ার পর আপনার যে সবচেয়ে বড় সমস্যা সমস্যা সম্মুখীন হতে হবে তা হচ্ছে আপনি একা হয়ে যাবেন। আপনার সাথে কথা বলার কেউ থাকবে না নিজের সুখ নিজের দুঃখ শেয়ার করার মতো কেউ থাকবে না। এত বড় পৃথিবীতে একা থাকা বড় কঠিন আর এবং এই একাকীত্বই আপনার বেঁচে থাকার আশা নষ্ট করে দিবে। আপনার ব্রেন এ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করা শুরু করবে তাই নিচের এই একাকীত্বকে দূর করার জন্য আপনি কোন পশুকে পোষ মানাতে পারেন যার ফলে এই একাকীত্ব কিছুটা পরিমান হলেও আপনার মন থেকে কমে যাবে।
    মানুষ না থাকার কারণে কোন দেশের বর্ডার বা বাউন্ডারি লাইনের রুল থাকবে না যার ফলে আপনি এক দেশ থেকে আরেক দেশে খুব সহজে যাওয়া-আসা করতে পারবেন। আপনি চাইলেই পৃথিবীর দেখার করার জন্য বেরিয়ে যেতে পারেন কোন পাসপোর্ট ভিসা টাকা-পয়সা কিছুরই প্রয়োজন হবে না। আপনার যা ইচ্ছে তাই কিনতে পারবেন কারণ সকল দোকান খোলা রয়েছে কিন্তু এই সকল জিনিসের সাথে সাথে আপনাকে আপনার শরীরের প্রতি খুব ভালোভাবে যত্ন নিতে হবে কারণ যদি আপনার কোন অসুখ হয় তাহলে তার চিকিৎসা আপনাকে নিজেকেই করতে হবে বোরিং ফিল হলে টাইম স্পেন্ড করার জন্য কোন বই পড়তে পারেন স্পেশালি সার্ভাইভাল বই যা আপনাকে এই পরিস্থিতিতে বেঁচে থাকতে সাহায্য করবে। মানবপ্রজাতির না থাকার ফলে পৃথিবী আবার নতুন রূপে সাজাতে শুরু করবে সকল জায়গা রাস্তাঘাট ঘরবাড়ি এর সকল জিনিস ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং সেখানে আবার নতুন গাছপালা উঠতে শুরু করবে। পরিবেশের পরিমাণ অনেক বেড়ে যাবে মানবজাতির দ্বারা তৈরি সকল জিনিস তাকে করে ধ্বংস হয়ে যাবে। আর এই সকল চেঞ্জ কে দেখার এবং এক্সপিরিয়েন্স করার জন্য কেউ থাকবে না থাকবে শুধু আপনি।