KiHobe Latest Questions

Anonymous
  • 0

‘সত্যায়িত’-এর মানে কী?

  • 0

সত্যায়িত মানে কি? সত্যায়ন কেন করা হয়?

Leave an answer

You must login to add an answer.

1 Answer

  1. সত্যায়িত মানে কি? সত্যায়ন কেন করা হয়?

    কিন্তু ‘Attest’ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সাক্ষ্য দেয়া, চাকরি বা যে কোনো আবেদনপত্রে সত্যায়িত চাওয়া হয় কারণ আবেদনপত্রে আপনার দাখিলকৃত ডকুমেন্ট সত্যি আছে কিনা অথবা আসল ডকুমেন্টের অনুলিপি তৈরি করা হয়েছে কিনা সেটা একজন তার সিগনেচারের মাধ্যমে সাক্ষ্য দেবেন।

    তবে স্বাক্ষরকারী এমন একজন পেশাগত ব্যক্তি হবেন যার সাক্ষ্য বিশ্বাস করার যুক্তিযুক্ত কারণ আছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের ধরা হয়।

    এদের মধ্যে দ্বাদশ গ্রেড থেকে উর্ধ্বে বিশেষ ক্ষেত্রে সংসদ সদস্য, পৌর মেয়র, স্থানীয় সরকারের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, সরকারি অধ্যক্ষ, ১ম শ্রেণির সরকারি চাকুরিজীবি, গণমাধ্যমের সম্পাদকসহ কিছু গণ্যমান্য ব্যক্তিকে সত্যায়নের এখতিয়ার দেওয়া হয়েছে।

    সমাজে সত্যায়ন শব্দটির ব্যবহার অনেক। সত্যায়িত মানে কি? এর সারমর্ম হচ্ছে, কোন প্রমাণ বা দলিল সঠিক বা সত্য বলে কোন সুনির্দিষ্ট ব্যক্তি কর্তৃক কথায় বা লিখিতভাবে সাক্ষর, সমর্থন বা নিশ্চিতভাবে বর্ণনা করা বা ঘোষণা দেওয়াকেই সত্যায়ন বা ‘Attest’ বলে। বলা, প্রমাণ করা, প্রকাশ করা ইত্যাদি।