KiHobe Latest Questions

RJ Emon
  • 0

আজব ! আযানের সময় কুকুর কেন ডাকে? পর্ব -১

  • 0
আজব ! আযানের সময় কুকুর কেন ডাকে? পর্ব -১

Leave an answer

You must login to add an answer.

1 Answer

  1. আযানের সময় কেন কুকুর ডাকে বা ঘেউঘেউ করে?

    আযানের সময় কুকুর ঘেউঘেউ কেন করে তার বণর্না হাদিসে দেওয়া আছে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই বিষয়ে পুরোপুরি আপনার ধারণা হয়ে যাবে। কুকুর একটি বোবা প্রাণি, কুকুরের একটি বিশেষ গুণ রয়েছে যা আমার বা আপনার মাঝে নেই। কুকুর এমন কিছু জিনিস দেখে যা সাধারণ মানুষের পক্ষ্যে দেখা সম্ভব নয়। কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে মৃত কোনো ব্যক্তির কবরের আজাব দেখতে পায় এবং শুনতে পায়।

    আমরা জানি নবী করীম সা: বলেছেন বোবা জীবজন্তুু ও পশুপাখি কবরের আজাব দেখতে পায় এবং শব্দ শুনতে পায়। আমাদের দেশে যতো জানোয়ার আছে তার মধ্যে কুকুর এবং শুকর হচ্ছে একটি নিকৃষ্টতম জানোয়ার। আমরা কুকুরকে ঘেউঘেউ করতে দেখলে লাথি দিয়ে সরিয়ে দেই। বা ঢিল ছুঁড়ে মারতে চাই। কিন্তুু আপনি জানেন কি? কুকুরের একটি ইতিহাস আছে। তা আপনাদের কাছে তুলে ধরা হলো । আল্লাহর এক বান্দা এক যায়গায় যাওয়ার জন্য রওনা হলেন। হঠাৎ তিনি পথের দাড়ে একটি অনেক বিশাল বড় বিল্ডিং দেখতে পান যা দুই/চার শত বছরের পুরনো একটা বিল্ডিং ।

    আমাদের সমাজে সবাই নতুন কিছুর পিছনে ছুটি, নতুন কি কি আসছে বাজারে। কিন্তুু স্বৃতির এলবামে কেউ নতুন কিছু রাখেনা, ওই পুরোনোটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরেঘুরে দেখতে থাকেন, হঠাৎ তার চোখ পড়লো একটি শিলা লিপির দিকে। সেখানে খোদাই করে লেখা আছে। এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে চাইলে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার আগ্রহ বাড়লো। সে বেড়িয়ে পড়লো অমুক গ্রামের খোঁজে । যেতে যেতে বিঁশ কিলোমিটার চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একটি ব্যক্তির কাছে এই গ্রামের নাম কি জিজ্ঞাসা করলো এবং শিলা লিপিতে লিখা গ্রামের নামের সাথে মিলে গেল ।

    তারপর আল্লাহর সেই বান্দা লোকটির কাছে সেই পুরাতন বিল্ডিং সম্পর্কে জানতে চাইলে, লোকটি বললেন জন্মের পর থেকে সবাই এভাবেই বিল্ডিংটি দেখছেন। এর ইতিহাস সম্পর্কে কারো জানা নেই। এমনকি আরো কিছু সংখক মানুষকে জিজ্ঞাসা করা হলে তারা একই কথা বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিলো এবং ভাবছিলো তাহলে কি খোদাই করে মিথ্যে কথা লিখা ছিল। ভাবতে ভাবতে যখন তিনি গ্রামের শেষ প্রান্তে চলে আসছিলেন তখন এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটি হয়ে গেছে। আসলে বয়স বেশি থাকার কারণে ঝুকে আছেন, তাই হাটু সহ তিনটি মাথা মনে হচ্ছিল। বর্তমান যুগে এমন বৃদ্ধা লোক দেখা যায়না বললেই চলে। বর্তমান ডিজিটাল যুগের কারণে ডিজিটাল মৃত্যু হয়। যেমন স্বামী স্ত্রীর কাছে পানি চাইলে স্ত্রী পানি আনতে আনতেই স্বামী মারা যান। আর আগের যুগের মানুষ অসুস্থ হয়ে ও ৭-৮ দিন বিছানায় থেকে মারা যাবে যাবে বলে ও ২/৩ ঘন্টা বেঁচে থাকতো । কেউ পানি দিতো, কেউ দুধ দিতো, কেউ ক্ষমা চাইতো। তাছারা ক্ষমা চাওয়ার একটা ভালো পদ্ধতি । কিন্তুু হঠাৎ মৃত্যু ভালো না। হযরত মোহাম্মদ সাঃ হঠাৎ মৃত্যু যেন কারো না হয় সেই জন্য আল্লাহর কাছে পানাহ চেয়েছেন।

    তা যাই হোক…আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেলেন, এবং জিজ্ঞেস করলেন এই গ্রামের নাম কি এটা ? বৃদ্ধা বললেন হ্যা কিন্তুু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন আমার বাড়ি অনেক দূরে। আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতো পারলাম। সেখানে লিখা ছিল এই বিল্ডিং এর ইতিহাস জানতে অমুক গ্রামে যান। আমি প্রায় ৪০ জনকে জিজ্ঞাসা করলাম কেউ জানেনা। বৃদ্ধা লোকটি মুচকি হাঁসি দিয়ে বললেন…তুমি কাদের জিজ্ঞাসা করেছো ? উত্তরে ব্যাক্তি বললেন তারা কিভাবে বলবে ? আমার বয়স ২০০ বছর হয়ে গেছে। আমি নিজেই বিল্ডিং তৈরি হতে দেখিনি। শুনেছি দাদার কাছে।

    বৃদ্বার কথা শুনে ওই ব্যাক্তির কিছুটা সস্থি ফিরে আসলো। ওই ব্যাক্তি ইতিহাস জানতে চাইলে। বৃদ্ধা থাকে কাছে টেনে নিয়ে বসালেন। বললেন তুমি আসার সময় এই গ্রামের যতো যায়গা জমি দেখেছো সেগুলোর মালিক ছিলেন একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকর ছিলো। খাদেম দারের অভাব ছিলো না। তবে স্বরণীয় বস্তুুর ভিতরে ছিল একটি পালিত কুকুর কুকুরটি জমিদারকে সাংগাতিক মান্য করতো। একটি মুহুর্তের জন্য কুকুরটি জমিদারকে ছেড়ে যেতো না। জমিদার যখন গোসল করতো কুকুরটি তখন কাপড় পাহারা দিতো। জমিদার যতোবার বাথরুমে যেতো কুকুরটি বাথরুমের দরজায় সামনে দাড়িয়ে থাকতো। এবং জমিদার যখন ঘুমাতে যেতো, তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিতো।

     

    https://kihobe.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8/