KiHobe Latest Questions

Sarwar Hussain
  • 0

আমাজন জঙ্গলের প্রাকৃতিক অজানা তথ্য

  • 0
আমাজন জঙ্গলের প্রাকৃতিক অজানা তথ্য

Leave an answer

You must login to add an answer.

2 Answers

  1. আমাজনের পশু পাখি সম্পর্কে আরও তথ্য চাই

  2. আমাজন জঙ্গলের প্রাকৃতিক অজানা তথ্য

    আমাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের প্রথম আশ্চর্য যা বাংলাদেশের ৬০ গুনের সমান। রহস্যময় এই বনটি পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট এবং সবচেয়ে বড় বনও।পৃথিবীর চতুর্থ বড় মহাদেশ দক্ষিন আমেরিকার প্রায় ৩০ শতাংশ এলাকা দখল করে আছে এই বন।
    আমাজন কথাটি শুনলে মনে রূমাঞ্চ ও ভয় চলে আসে। সেখানকার প্রকৃতি যেমন রূমাঞ্চকর তেমনি ভাবে সেখানকার জীবজন্তুর কথা শুনলে অনেকর হাটু কাপে।

    সেজন্য আমাজন জংগলের মুভি গুলো পছন্দ করি। হলিউডের অনেক মুভি থাকলেও বাংলা কিছু সংখ্যক মুভি বানানো হয়েছে যা মানুষকে অনেক রূমাঞ্চিত করেছে। এ বছর আমাজন অভিজান নামে একটি মুভি মুক্তি পেয়েছে যা আপনাকে রোমাঞ্চকর করবেই। আমাজনের গভীরে যেতে না পারলেও আমাজন সম্পর্কে একটি স্পষ্ট ধারনা নিতে পারবেন এই মুভি থেকে।আমাজন সম্পর্কে জানার শেষ নাই তবুও একটু ধারনা আমরা নিতে পারি। আমাজান পৃথিবীর ৭টি আশ্চর্যের ১ টি, যা ৯ টি দেশের মধ্যে বিস্তৃত, যার ৬০% ব্রাজিলে, ১৩% পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া,গায়ানা, পেরু এবং সুরিনামে।

    আমাজন ৭০ কিঃ মিঃ অববাহিকায় দ্বারা বেস্টিত এবং যার ৫৫ লক্ষ বর্গ কিঃ মিঃ আদ্র জলবায়ু দ্বারা প্রভাহিত হয়ে আছে। এখান থেকে পৃথিবীর ২০% অক্সিজেন পাওয়া হয়ে থাকে যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু এখানে আছে পাই পাই বিপদ একটি পিপড়ে আপনার জিবননাশের কারন হতে পারে৷ জিবননাশক প্রানিদের মধ্যে বুলেট পিপড়া, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার।,দক্ষিণ আমেরিকা রেটলস্নেক্স, রেড বেলিয়েড পিরানহাস, বৈদ্যুতিক ইল, জাগুয়ার, সবুজ অ্যানাকোন্ডা, বিষাক্ত ডার্ট ব্যাঙ ইত্যাদি।

    পৃথিবীর সবচেয়ে বড় এনাকন্ডারা এখানে বসবাস করে যা আস্থ একজন মানুষকে গিলে ফেলতে পারে। এইখানে ৪৫ হাজার প্রজাতির পোকামাকড় পাওয়া যায়।৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সৃরিশ্রিপ, ৪২৭ প্রজাতির স্থন্যপায়ী এবং ৩০০০ বেশি প্রজাতির মাছ পাওয়া যায়। এছারা মোট প্রানির ১০% প্রানি অপরিচি। এগুলো শুনে আপনার ভয়ংকর লাগলেও এইখানে ৪০ লক্ষের বেশি লোক বসবাস করে যা তিনশের বেশি গুত্রের মধ্যে ভিবক্ত।