KiHobe Latest Questions

Sarwar Hussain
  • 0

পদ্মা সেতুতে মানুষের মাথা কাটা নিয়ে গুজব

  • 0
পদ্মা সেতুতে মানুষের মাথা কাটা নিয়ে গুজব

Leave an answer

You must login to add an answer.

2 Answers

  1. পদ্মা সেতু নির্মানকালে অনেক কিছু শুনা যায় যে পদ্মা সেতু করতে হলে মানুষের মাথা দিতে হবে। পদ্মা সেতু করতে হলে নদীতে মানুষ উৎসর্গ করতে হবে লাগবে মানুষের কাটা মাথা বাংলাদেশের  গৌরব  পদ্মা সেতু নির্মাণ কাজ করা যাবেনা পিলারের টাই মিলবেনা মাটির।

    স্বপ্নের পদ্মা সেতু এমন নানা গুজবের ঘুরে বেড়াচ্ছে অনেকের মুখে মুখে সম্প্রতি বেশ আলোচনা চলছে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে লাগবে মানুষের মাথা।

    গুজবটা অনেক আগ থেকে বাংলাদেশে প্রচলিত যাকে বলে তাকে কুসংস্কৃতি যার বর্তমান নাম আধুনিকায়ন রূপ নিয়েছে গুজব তবে পদ্মা সেতুতে মাথা লাগবে বলে যে গুজব ছড়িয়েছে তার পেছনের মূল কারণ খুঁজে বের করতে ফিরে যেতে হবে পদ্মা সেতু শুরুর দিকে তাহলে হয়তো এর মূল বিষয় জানা হতে পারে।

    মূলত  নদীতে পশুর রক্ত ঢেলে পদ্মা সেতুর ভিত্তি স্থাপন কাজের উদ্বোধন করেছিলেন দায়িত্ব পাওয়া চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা তারা মনে করেন উৎসর্গের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়, বড় দুর্ঘটনা এড়ানো যায় এটি ছিল তাদের বিশ্বাস।

    ২০১৫ সালের ২ মার্চ সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় মূল সেতু পরিক্ষামুলক স্থাপনার সময় নদিতে গরু ও খাসির রক্ত ডালতে দেখা যায় চাইনিজ ওই প্রতিষ্ঠানের কর্মীদের নদীতে প্রকাশে রক্ত টানতে দেখা যায় চাইনিজ ওই প্রতিষ্ঠানের কর্মীদের, সাথে দেওয়া হয় কয়েকটি মুরগী।

    সম্প্রতি সেই খবরটি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অন্যভাবে, পদ্মা সেতুতে মানুষের মাথা প্রয়োজন সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে দেয় পদ্মা সেতুতে মানুষের মাথা দেওয়া হচ্ছে মুহূর্তের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ছেলে ধরা আতঙ্ক ছেলেধরা সন্দেহে সন্দেহভাজন লোক দেখা মাত্র শুরু হতো হাতাহাতি কিংবা গণপিটুনি করা হয় অনেক জায়গায়। রাজধানী ঢাকার তাসলিমা বেগম রেনু নামের এক মহিলার সাথে এমন ব্যবহার করা হয় কিন্তু তিনি ছিলেন একজন নিরপরাধ ব্যক্তি। অতীতের সেই কারণে এমন গুজব ছড়ায় বলে মনে করা হচ্ছে।

    অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়েছে সেতু কর্তৃপক্ষ গণযোগাযোগের মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পদ্মা সেতুর নির্মাণকাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এটা একটা গুজব এর কোন সত্যতা নেই এমন অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এসব গুজবে বিভ্রান্ত না হয়ে এবং গুজব না ছড়ানোর জন্য দেশবাসীকে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য সেতুর কাজ শুরু সময় কর্মরত চীনা নাগরিকরা তাদের প্রথাগত বিশ্বাস ও রীতি অনুযায়ী ২টি কালো ষাড় ও ২ টি খাশি এবং মোরগ পদ্মার তীরে জবাই করে পরে পশুর রক্ত ঢেলে দেওয়া হয় পদ্মায়। এছাড়া ষাড়ের সামনে দুটি পা এবং জবাই করার দুটি মুরগির তারা ভাসিয়ে দেন।

    অবশ্য অবশিষ্টাংশ প্রকল্পে কর্মরত চীনাদের মাঝে বিতরণ করা হয় পশু উৎসর্গের প্রতিস্থাপন কাজের চারিদিকে একের পর এক আতশবাজি ফুটিয়ে দেয় এতে অংশ নেয় প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সবাই আর যা বর্তমানে একটি মহল এই জিনিসটা দিয়ে গুজব ছড়াচ্ছে সুতরাং স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের  মানুষের মাথার কোন প্রয়োজন নেই।

    অবশেষে যা লিখা আছে তাও গুজব।

    গুজবে কান দিবেন না।

    আরও পড়ুন

    ২০১৯ সালের সেরা ৫ টি গুজব